• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় বিএনপির দুই গ্রুপের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
মনপুরায় বিএনপির দুই গ্রুপের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় উপজেলার বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক কার্যালয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপেজলা সদর হাজিরহাট বাজারে পৃথক পৃথক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির এক অংশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা হেলাল, জিয়া সহ অন্যান্যরা।

অপরদিকে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপরগ্রুপে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহ্বায়ক সামসু মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরামুল কবির, সদস্য সচিব স্বপন মিয়া সহ অন্যান্যরা।