• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৬:১৩ অপরাহ্ণ
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

শনিবার দুপুর ১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা রুবেল চন্দ্র দাসের মেয়ে দিয়া রাণী দাস (৩)।

পরিবারের সদস্যরা জানান, দুপুর ১ টার দিকে খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।