• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে

মনপুরায় ১১ পুজামন্ডপে উপজেলা বিএনপির একাংশের অনুদান প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১৮:৫৯ অপরাহ্ণ
মনপুরায় ১১ পুজামন্ডপে উপজেলা বিএনপির একাংশের অনুদান প্রদান

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ১১ পূজামন্ডপ পরিদর্শন শেষে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নের ব্যক্তিগত তহবিলের অনুদানের টাকা হস্তান্তর করেন উপজেলা বিএনপির একাংশের নেতারা।

শুক্রবার রাত ৯ টায় ও শনিবার সকালে এই অনুদানের টাকা পূজামন্ডপে দায়িত্বরত সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।

প্রত্যেক পূজামন্ডপে ৫ হাজার টাকা করে ১১ পূজামন্ডপে ৫৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পূজামন্ডপ পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন বক্তব্যে বলেন, চরফ্যাসন-মনপুরার আগামীর কর্ণধার কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে পুজামন্ডপ পরিদর্শন করেনে ও তার ব্যক্তিগত অনুদানের টাকা দিতে এসেছেন।

এছাড়া শারদীয় দূর্গাপূজা উৎসব যেনে নির্বিঘেœ করতে পারে সেইজন্য তারা পরিদর্শন করছেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা,

যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক মোঃ কবির হোসেন অন্যান্যরা।