• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় শিক্ষার্থী ও ছাত্রদলের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্রদল

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১৮:৪৬ অপরাহ্ণ
মনপুরায় শিক্ষার্থী ও ছাত্রদলের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্রদল

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের সাথে মতবিনিময় সভা করলেন কেন্দ্রীয় ছাত্রদলের টিম।

রোববার সকাল সাড়ে ১০ টায় হাজিরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা সরকারি ডিগ্রী কলেজ ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজে এই মতবিনিময় সভা হয়।

এই সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মশিউর রহমান মামুন, যুগ্ন সাধারন সম্পাদক এস এম মাহমুদ রিপন, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল সরকার, যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ জুয়েল।

এই সময় বক্তারা আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতি কেমন হবে সেই বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ধারন নেন। পরে তারা আগামী বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন।

এই প্রথম কোন বিচ্ছিন্ন উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের টিম এসে মতবিনিময় করায় শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, মনপুরা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মাহবুব, যুগ্ন আহবায়ক আপ্পান হাওলাদার ও সদস্য সচিব স্বপন মিয়া, হাজীরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক সাব্বির হোসেন রুবেল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা।

ক্যাপসন ঃ পিক-১.২.৩.৪
মনপুরায় স্কুল-কলেজ ও উপজেলা ছাত্রদলের সাথে মতবিনিময় করছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।