• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় বাবা-মা ভোট দিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১৭:১৬ অপরাহ্ণ
মনপুরায় বাবা-মা ভোট দিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘরে ৫ বছরের এক শিশুকে রেখে বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পর বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

বুধবার দুপুর ২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের পূর্বপাশে সোহাগের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সোহাগের ছেলে শামীম (৫)।

জানা যায়, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজার কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় শিশু শামীমকে ঘরে রেখে যায় বাবা-মা। ভোট দিয়ে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

পরে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ কবির সোহেল মৃত ঘোষনা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।