• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় বজ্রপাতে কৃষকের দু’টি গরুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
মনপুরায় বজ্রপাতে কৃষকের দু’টি গরুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বজ্রপাতে আলাউদ্দিন নামে এক কৃষকের দুইটি গরুর মৃত্যুর ঘটনা ঘটে । একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।

শনিবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিন মাঝির গোয়ালে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এই সময় গোয়াল ঘরে থাকা একটি গাই গরু ও একটি বাছুর মারা যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির দু’টি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।