• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রমজানে পবিত্রতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে

মনপুরায় প্রশাসনের মতবিনিময় সভা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
মনপুরায় প্রশাসনের মতবিনিময় সভা

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় রমজানে পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও ইমামদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১১ টায় উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধসহ হোটেল মালিকরা বাসী খাবার বিক্রি না করতে বলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।

এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন বলে হুশিয়ারী দেন ইউএনও। এছাড়াও সভায় ব্যবসায়ীদের রাতে ও দিনে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।

রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে জানান তিনি। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা থানার ওসি আহসান কবির, উপজেলা নৌ-কন্টিজেন্ট কমান্ডার মোঃ আশফাক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডাঃ কামাল উদ্দিন,

মনপুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাও. আমিনুল ইসলাম জসিম, হাজিরহাট বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ বেলায়াত হোসেন ও ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজ সহ অন্যান্য মসজিদের ইমামরা।