• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুর্যোগের রাতে

মনপুরায় তিন দোকানে ঝাঁপ কেটে নগদ টাকা ও মালামাল চুরি

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১৮:৫৮ অপরাহ্ণ
মনপুরায় তিন দোকানে ঝাঁপ কেটে নগদ টাকা ও মালামাল চুরি

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তিন দোকানে ঝাঁপ কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।

বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫ টায় উপজেলা পরিষদ ভবনের পেছনে অবস্থিত দুইটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ইলিয়াসের কম্পিউটারের দোকান। অপর দোকানটি হচ্ছে মোঃ জাকিরের চায়ের দোকান।

চুরি হওয়া কম্পিউটার দোকানের মালিক শাহাবুদ্দিন ও ইলিয়াছ জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে এসে দেখি দোকানের ঝাপ কেটে আইপ্ধিসঢ়;সে, ব্যাটারী ও ক্যাবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

অপর চা দোকান ব্যবসায়ী জাকির জানান, ব্যাটারী, ৪০ হাজার টাকার সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র।

এই ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন চুরি হয়ে যাওয়া তিন দোকানের মালিকরা।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, তিনটি দোকেন চুরির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওেয়া হবে।