• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৯, ২০২৪, ১৯:২০ অপরাহ্ণ
মনপুরায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় খেলতে গিয়ে বাড়ির পাশে খালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে একটি ইউডি মামলা করে। শনিবার সকাল ৯ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ওই শিশুর লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার রাত ৮ টায় ওই শিশুর বাড়ির সামনে থাকা চক্কার খালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হলেন, উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা সাইফুলের শিশু পুত্র লিমন (৪)।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, শিশুটির লাশ বাড়ি সামনে খাল থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করা হয়।