• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় কুকুরের তাড়া খেয়ে দিগ্বিদিক ছুটছিল হরিণ, পরে উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ১৭:৫২ অপরাহ্ণ
মনপুরায় কুকুরের তাড়া খেয়ে দিগ্বিদিক ছুটছিল হরিণ, পরে উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার মনপুরার লোকালয় থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বনবিভাগ।

শনিবার (১৯ এপ্রিল) শেষ বিকেলে উদ্ধার হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এর আগে হরিণটিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড় থেকে উদ্ধার করে পচাকোড়ালিয়া বিটের কর্মরত বনবিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে গুটি কয়েক কুকুর হরিণটিকে তাড়া করে। পরে এদিক-ওদিক হরিণটি ছোটাছুটি করে বদিউজ্জামান মাদ্রাসার পুকুর পাড়ে বিশ্রাম করে। পরে স্থানীয়রা বনবিভাগে খবর দিলে পচাকোড়ালিয়া বিটের বনবিভাগের কর্মরত বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করে।

মনপুরা উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধার হরিণটির বয়স অনেক। হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।