• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় চাচা কর্তৃক কিশোরী ধর্ষণ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০১৯, ১৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় লম্পট চাচা কর্তৃক ধর্ষিত কিশোরী এখন মৃত্যুর মুখোমুখী। ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্বা হয়ে পড়লে অবৈধ গর্ভপাত করাতে গিয়ে এমন অবস্থ হয়। সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়মাছুয়ায় গ্রামের রাসেল হাওলাদারের ধর্ষণের শিকার হয়ে ১৪ বছর রয়সী ওই কিশোরী গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে কিশোরীর স্বজনরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী আহসান সাংবাদিকদের জানান, ওই কিশোরীর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার জীবন সংকটাপন্ন। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে লম্পট রাসেল পলাতক রয়েছে।