• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে আহতের মামলার প্রধান আসামী দুলাল গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৩, ২০১৯, ১৬:০২ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে আহতের মামলার প্রধান আসামী দুলাল গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি ॥

মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে আহত করার মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম দুলাল (২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। শহিদুল ইসলাম দুলাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, বুধবার বেলা ১১ টার দিকে পৌর শহর থেকে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম দুলাল হেলমেট পড়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম দুলালকে বুধবার দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান স্বর্ণা (১৭) প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে কথিত প্রেমিক শহিদুল ইসলাম দুলাল তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই কলেজ ছাত্রী প্রস্তাাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ধারাল ব্লেড দিয়ে ছাত্রীর বাম হাতে রক্তাক্ত জখম করে এবং পরে নিজেকেও ব্লেড দিয়ে আহত করে পালিয়ে যায়।

এঘটনায় সোমবার রাতে ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার বাদী হয়ে শহিদুল ইসলাম দুলাল ও তার এক সহযোগিকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।