মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা, ইমাম ও শিক্ষকদের নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামদের ভূমিকা ও মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মঠবাড়িয়া মডেল মসজিদ সভাকক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শরীফ মোঃ আঃ জলিল এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম মাদানী, বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, খানাকুনিয়ারী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুফতি আব্দুল হালিম, বেতমোর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহজালাল, টিকিকাটা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা শাহীন আলম, মোঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মীর আঃ মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আল আমিন হোসাইন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওলামা বিভাগের সভাপতি মুহাঃ আবুল বাশার। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।