• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪, ১৯:২৭ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে (৬৫) খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে খাগড়াছড়ির গুইমারা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতার হওয়া মিরাজুল হক মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মরহুম জাবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় স্ত্রী ও নিজের মেয়েকে হত্যা করে পালিয়ে যান। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার খবর শুনে আসামি মিরাজুল ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল।’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে।

তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামিকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।