• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় মেধাবী হালিমার পাশে ইউএনও

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ১৯:২৯ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় মেধাবী হালিমার পাশে ইউএনও

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী চড়কগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থী হালিমা আক্তার। টাকার অভাবে কলেজে ভর্তি না হতে পারায় তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ হালিমার হাতে তুলে দেন এবং পড়াশোনার সকল ব্যয়ভার বহনের আশ্বাস দেন তিনি।

হালিমা আক্তার বলেন, আমার পরিবার দরিদ্র। বই কেনার মতো অবস্থা নেই। স্যার আমাকে সহযোগিতা করেছেন। এতে আমি অনেক খুশি। এবার মন দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করব। স্যারের প্রতি কৃতজ্ঞতা।

হালিমার বাবা নাসির হাওলাদার বলেন, আমাদের অর্থ দিয়েছেন তাতে আমরা অনেক খুশি। মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চাই। যাতে করে মানুষের সেবা করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, টাকার অভাবে কলেজে ভর্তি এবং বই কিনতে না পারার বিষয়টি জানতে পেরে কর্তব্যবোধ ও বিবেকের তাগিদে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি।