• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় মিকাচর মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় মিকাচর মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মিকচার মেশিনের নিচে চাপা পড়ে রফিক তালুকদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রফিক উপজেলার ধানীসাফা এলাকার আঃ রশিদ তালুকদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানাগেছে, রফিক তালুকদার বুধবার তার সহকর্মীদের সাথে মিকচার মেশিন নিয়ে মঠবাড়িয়ার পূর্ব ফুলঝুড়ি আকন বাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের জন্য যান।

মসজিদের ঢালাই শেষে আকন বাড়ি থেকে বিকেলে ফেরার পথে আলগী পাতাকাটা ব্রিজ থেকে ঢালে নামার সময় মিকচার মেশিন বহনকারী ঢায়া গাড়িটি উল্টে যায়।

এসময় রফিক গাড়ি থেকে ছিটকে গিয়ে একটি দোকানের সাটারের সাথে আঘাত প্রাপ্ত হন এবং মিকচার মেশিনটি উল্টে রফিকের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, নিহত শ্রমিক রফিকের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।