• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ১৮:১৩ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টির সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবারগুলোর অর্ধশত নারীপুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুম মৃধা, হিরু মৃধা, আঃ আজিজ মৃধা, হাওয়া বেগম, শহিদুল ইসলাম প্রমূখ।

বক্তরা বলেন, আমাদের পূর্ব পুরুষ টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসায় জমি দিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। মাদ্রাসা সংলগ্ন তাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় কিছু জমি মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দাবী করে দখলের চেষ্টা চালায়।

তারই ধারাবাহিকতায় গত সোমবার সকালে মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাদের জমিতে থাকা গাছপালা কর্তনসহ ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এমনকি তাদের ঘরে থাকা পানির মটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

অভিযোগ সম্পর্কে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর বলেন, ওই জমি ১০০ বছর ধরে মাদ্রাসার দখলে ছিলো। সম্প্রতি ওই জমি অভিযোগকারীরা দখল করে নেয়। মাদ্রাসার জমি ছাত্ররা পুনরায় দখলে নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে সেটা আইনগত ভাবে সমাধান করা যেতো৷ ছাত্রদের দিয়ে জমি দখল করা বিধিসম্মত হয়নি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷