• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মেহেদী হাসান নাঈম নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বড় মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম উপজেলার বড় মাছুয়া এলাকার মৃত ফজলুর রহমান আকনের ছেলে। নাঈম বড় মাছুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ জুলাই মঠবাড়িয়া উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরো একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।