• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে ফের ওই জমি দখলের চেষ্টা!

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৬:২৬ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় জমি বিক্রি করে ফের ওই জমি দখলের চেষ্টা!

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি বিক্রি বাবদ টাকা গ্রহণ করে জমি রেজিট্রি না দিয়ে ওই জমি পুণরায় দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের মৃত. আঃ রশিদ মাস্টারের ছেলে মোয়াজ্জেম হোসেন বাদি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বলে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের জানান। অভিযুক্তরা হলেন, মঠবাড়িয়া পৌর সভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাংশু রঞ্জন রায়ের ছেলে মনোজ কুমার, মৃণাল কান্তি, মৃন্ময় কান্তি রায় সহ অজ্ঞাত ৭ জন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারনে নগদ টাকার প্রয়োজনে ২০১৯ সালে মনোজ কুমার গংরা উপজেলার নাপিতখালী মৌজা থেকে ১ একর ২ শতাংশ সম্পত্তি তৎকালীন সময় ৫৭ লাখ টাকা মুল্য নির্ধারণ করে ২২ লাখ টাকা গ্রহণ করেন। এরপর জমি রেজিস্ট্রি না দেয়ায় একাধিক বার শালিস বৈঠকও হয়। গত ১৯ অক্টোবর প্রতিপক্ষরা ওই বিক্রিত জমি দখলের চেষ্টা চালায়। এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষরা গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে অভিযুক্ত মৃন্ময় কান্তি রায় ১৬ লাখ টাকা গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, ওই জমির বাজার মূল্য ৩ কোটি টাকা। আমি তার সাথে কম মূল্যে বায়না করেছি এই মর্মে, যেকোন প্রয়োজনের সময় আমাকে টাকা দিবেন। চলতি বছরের জানুয়ারী মাসে আমার ৫ লাখ টাকার প্রয়োজন হলে আমাকে টাকা দেয়নি। আমি তার (মোয়াজ্জেম হোসেন) অনুমতি নিয়েই অপর একটি পক্ষের সাথে বায়না চুক্তি করেছি। এঘটনায় বৈঠকও হয়েছে দুজনকে জমি ভাগ করে দিতে চাইছি, কিন্তু সে মানছেন না।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।