• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে ধর্ষণ, নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১৮:২৩ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে ধর্ষণ, নির্মাণ শ্রমিক গ্রেপ্তার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে সজিব চাপরাশি (২৭) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সজিব চাপরাশি উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের কুদ্দুস চাপরাশির ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে সজিব চাপরাশিকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, ওই গৃহবধূর স্বামী ও অভিযুক্ত আসামি সজিব চাপরাশি একসাথে নির্মাণ শ্রমিককের কাজ করেন। এ সুবাধে তাদের বাড়িতে সজিব আসা যাওয়া করতো। বুধবার সকালে সজিব ওই বাড়িতে গেলে গৃহবধূকে একা পেয়ে সজিব জোরপূর্বক তাকে ধর্ষণ করে৷ গৃহবধূ ডাকচিৎকার দিলে পরে সজিব পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক সজিবকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।