বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে মঠবাড়িয়া থানায় গত ১০ সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদারকে বরিশাল র্যাব-৮ এর সহায়তায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা লাভলু ওই গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে। থানা পুলিশ বরিশাল র্যাব-৮ সদস্যরা ওই দিন রাতে গ্রেফতারকৃত লাভলুকে স্থানীয় থানায় হস্তান্তর করে।
থানা সূত্রে জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজ এমপির অনুসারী মিরুখালী ইউনিয়ন যুবলীগ সভাতি মোঃ লাভলু তালুকদারসহ সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ এজাহারনামীয় ৮৯ জন আসামী ও অজ্ঞাতনামা ২/৩ আসামী করা হয়।
মামলার বাদী পৌর যুবদলের সাবেক আহবায়ক নাসিরুল ইসলাস ডলার অভিযোগ করেন, গত ১৯ জানুয়ারী দুপুরে (অনুমান ১২.০০ ঘটিকার সময়) শহরের ০৪ নং ওয়ার্ড বালুর মাঠ সংলগ্ন অবস্থিত উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে।
এসময় আসামীরা পরস্পর যোগশাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিএনপির কার্যালয়টিতে হামলা করে লুট তরাজ করে এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর ও কাটা রক্তাক্ত জখম করে।
এসময় কার্যালয়ের ভিতরে থাকা ম্ল্যূবান জিনিসপত্র লুট করে আসবাবপত্র, মোটরাসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামী প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিভিন্ন সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করেছে।
এামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, এ মামলার এজাহার নামীয় কাউকে গ্রেফতার করতে না পারলেও এ মামলায় জড়িত থাকার সন্দেহে ৪/৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় লাভলু ৭১ নং এজাহার নামীয় আসামী।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত লাভলু তালুকদারকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।