• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৫:২২ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য, আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন। ৭ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ক্ষতিগ্রস্থ্য অটো চালক নূর আলমের হাতে ২ বান্ডিল ঢেউটিন ও বিভিন্ন সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সহকারি প্রকৌশলী মোঃ শাহীন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্প্রতি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আঃ কাদের মিয়ার ছেলে অটো চালক নূর আলমের বসত ঘর অগ্নিকান্ডেপুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায়  উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দক্ষিণ মিঠাখালী গ্রামের অটো চালক নূর আলমকে ঢেউটিন, খাদ্য, আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে। এ ধরনের ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সব সময়ই সহায়তা করা হয়।