আমি মানুষ হতে চাই!
– মজিবর রহমান নাহিদ
ছোট্ট বেলায় লোকে বলতো এই ছেলে তোমার নাম কি? আমি যে হাসিমুখে নিজের নামটা বলে দিতাম।
তবে এখন কেউ আমার নাম জিজ্ঞেস করলে আমি তাকে উত্তরে বলি আমি মানুষ হতে চাই।
হ্যা নিশ্চই আমি মানুষ হতে চাই। অগনিত পশুর ভীড়ে প্রকৃত মানুষগুলোর ঠিকানা আজ লাইনের পিছনেই রয়ে গেল।
মানুষরূপী হায়নাদের যৌন লালসার হাত থেকে আজ রেহাই পাচ্ছে না সেই ছোট্ট মাছুম বাচ্চাটিও। একটুও কি বিবেকে নাড়া দেয় না ওদের? হ্যা তাইতো আমি মানুষ হতে চাই।
পত্রিকার পাতা খুললেই আজ খুন আর রাহাজানির খবর চোখে পড়ে, চোখে পড়ে খেটে খাওয়া মানুষের সাথে প্রতারণা করা এক ঝাঁক অমানুষের কথা।
তারপরও কি আমি মানুষ হতে চাইবো না? হ্যা হ্যা হ্যা আমি মানুষ হতে চাই, সত্যিকারের মানুষ। গলাবাজি, ফটোবাজি না করে আমি নীরবে দাঁড়াতে চাই এই সমাজের প্রকৃত মানুষগুলোর পাশে।