• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঙ্গলবার সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪, ১৮:৩০ অপরাহ্ণ
মঙ্গলবার সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এদিন সারা দেশে সব মহানগর, জেলা-উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করা হবে।