• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাহবুব-উল-আলম শ্রেষ্ঠ থানা লালমোহন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১৫:৫৬ অপরাহ্ণ
ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাহবুব-উল-আলম শ্রেষ্ঠ থানা লালমোহন

আরশাদ মামুন, লালমোহন॥ জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মে/২৪ মাসের মাসিক আইনশৃঙ্খলা সভা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ,অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল, ভোলাসহ সকল অতিরিক্ত পুলিশ সুপার গণ, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন আইনী কার্যক্রমের প্রতিটি ধাপে লালমোহন থানা পুলিশ জেলায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এস এম মাহবুব-উল-আলম ও শ্রেষ্ঠ থানা লালমোহন থানা নির্বাচিত হয়।

জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া এসএম মাহবুব -উল-আলম প্রথমেই লালমোহন থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এলাকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগনের কাছে ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতে লালমোহনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ও থানা পুলিশ যেকোন প্রয়োজনে আরো কঠোরতার সহিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন পুরস্কার প্রাপ্ত এ কর্মকর্তা।

লালমোহন থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ৮ মাস আগে এস এম মাহবুব-উল-আলম অত্র থানায় যোগদান করে ০৩ বার ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, ০১ বার ২য় এবং ০১ বার বিশেষ পুরুস্কার লাভ করেছেন।