• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় রোলারের নিচে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০১৯, ১৯:২৮ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে নির্মাণাধীন রাস্তার কাজের রোলারের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চর মাদ্রাজ এলাকার দাসেরহাট মাধ্যমিক স্কুল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিজাম উদিন (২৫) ও আব্দুর রহমান (৬৫)। নিজাম উদ্দিনের বাড়ি চরফ্যাশন পৌর এলাকার ৫নং ওয়ার্ডে। অপরদিকে আব্দুর রহমানের বাড়ি চর নাজিম উদ্দিনে। নিহতরা চর নাজিম উদ্দিন থেকে মোটরসাইকেলে মধ্য মাদ্রাজে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন রাস্তার মসৃণকাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা খেয়ে এর নিচে পড়ে যান দুজন। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। তবে চরফ্যাশন থানার এসআই জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।