• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভোলায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২১, ২০:২৫ অপরাহ্ণ
ভোলায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আকতারুল ইসলাম আকাশ,ভোলা ॥ সারাদেশের ন্যায় ভোলায়ও প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত দেশের সাড়ে ৫ হাজার অনাস-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাবাজার চৌরাস্তার সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ভোলা জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ভোলা জেলা আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব কুমার মন্ডল, সদস্য সচিব আফজাল হোসেন, সংগঠনের সদস্য মাসুমা খালেদা, মামুন, প্রভাষক সালাউদ্দিনসহ অন্যান্য শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তারা প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে সারাদেশের ৫ হাজার ৫শ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিও ভুক্তির দাবি জানান।