আরশাদ মামুন, লালমোহন ॥ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন।
১৯ ডিসেম্বর সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বদর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদউল্লাহ মেলকার সহ আরো অনেকে।