• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলার আলোচিত সাবেক এমপি মুকুল গ্রেফতার, আনন্দ মিছিল-মিষ্টি বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ২২:৪০ অপরাহ্ণ
ভোলার আলোচিত সাবেক এমপি মুকুল গ্রেফতার, আনন্দ মিছিল-মিষ্টি বিতরন

ইউসুফ হোসেন অনিক ॥ ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব।

আর এমন খবরে তাৎক্ষণিক ভোলার বোরহানউদ্দিনে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

আজ রাত ৮টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিএনপি নেতা-কর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা। পরে উপস্থিত নেতা কর্মীরা পথচারীদের মধ্যে মিষ্টি বিতরনও করা হয় বলে জানাযায়।

এবিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার বলেন, বিনা ভোটের এমপি এই আলী আজম মুকুল এমপি হওয়ার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্টিম রোলার চালিয়ে নির্যাতন করেন তাছাড়া মিথ্যে গায়েবী মামলা দিয়ে উপজেলার হাজার হাজার বিএনপির নেতা কর্মীসহ বিএনপি সমর্থিত অনেককেই হয়রানী করেন আজ তার গ্রেফতার এর খবরে তার দ্বারা নির্যাতিত মানুষ একটি বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে।

তিনি আরো বলেন, মুকুল সহ ফ্যাসিষ্ট সরকারের সকল দোষরদের দ্রুত আইনের আওতায় আনার অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বার্ত আহ্বান জানাচ্ছি এবং মুকুল কে গ্রেফতার করায় সংশ্লিষ্ট প্রশাসনকে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।