• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪, ১৯:০৩ অপরাহ্ণ
ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৩ জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় অন্য ট্রলারের সহায়তায় পাঁচজনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আটজন জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে রুবেল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম ( ৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল ( ৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলাল মাঝি ( ৪০), নাজিম ( ৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

এদিকে নিখোঁজদের সন্ধান না মেলায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

কোস্টগার্ড জানায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আটজন জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড কাজ করছে।