• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১৬:২৫ অপরাহ্ণ
ভোলায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় আলোচিত হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানা, লক্ষ্মীপুর ও বরিশালের হিজলা থানায় ১৩টি মামলা চলমান আছে।

এদিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি। আটক আলতাফ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাপ্তা গ্রামের আলী আকরাম মাতাব্বের ছেলে।

লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত জানান, গোপন তথ্যের ভিক্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ভোলাগামী ‘এমভি ভোলা’ নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালানো হয়।

অভিযানে দেশের বিভিন্ন থানার হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি আলতাফ হোসেন আলতুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলতাফকে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।