• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় শুরু হচ্ছে হিফজ প্রতিযোগিতা, হাফেজদের অংশগ্রহনের সুযোগ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৮, ২০২৩, ১৪:৫৫ অপরাহ্ণ
ভোলায় শুরু হচ্ছে হিফজ প্রতিযোগিতা, হাফেজদের অংশগ্রহনের সুযোগ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ পবিত্র মাহে-রমজান উপলক্ষে ‘দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ফাযিল মাদ্রাসা ও বড় মসজিদ মাঠে অনুষ্ঠিতব্য হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ভোলা জেলার ৭ উপজেলার হাফেজগণ। পৃথক অডিশনের মাধ্যমে বাছাইকৃত হাফেজদের চূড়ান্তপর্বে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। প্রতিযোগীদের বিশুদ্ধ তিলাওয়াত (ক্বারিয়ানা) ও সুরের (লাহান) ভিত্তিতে মনোনয়ন করা হবে।

এ প্রতিযোগিতায় (তাজবিদসহ পূর্ণ কোরআন হিফজ) অনূর্ধ্ব ২৫ বছর বয়সী ভোলা জেলার অধিবাসী যেকোন হাফেজগণ আবেদন করতে পারবেন।

প্রতিযোগীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ রমজান (২০ এপ্রিল) তারিখে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীদের অংশগ্রহনের জন্য শর্ত:
১. প্রার্থীকে অবশ্যই পূর্ণাঙ্গ হাফেজ হতে হবে।
২. প্রার্থীকে নিম্নোক্ত ১০ টি সূরার অর্থ মুখস্থ্য বলতে পারার যোগ্যতা থাকতে হবে। (১.সূরা যিলযাল, ২.আদিয়াত, ৩.কারিয়াহ, ৪.তাকাসুর, ৫.আসর, ৬.হুমাযাহ, ৭.মাউন, ৮.ইখলাস, ৯.ফালাক ও ১০.নাস)
৩. প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
৪. প্রার্থীকে অবশ্যই ভোলা জেলার অধিবাসী হতে হবে।
প্রার্থীকে প্রত্যেক অডিশনে অংশ গ্রহণ করার সময় সরবরাহকৃত ফরমটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে।
বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার:
১ম পুরষ্কার- সম্মাননা স্মারক ও নগদ ৫০ হাজার টাকা, ২য় পুরষ্কার- সম্মাননা স্মারক ও নগদ ৩০ হাজার টাকা, ৩য় পুরষ্কার- সম্মাননা স্মারক ও নগদ ২০ হাজার টাকা এবং চূড়ান্তপর্বে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী পাবেন পোষাক, নগদ টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট।

বিস্তারিত তথ্যের জন্য উপজেলা ভিত্তিক যোগাযোগ:
১.ভোলা সদর (মোঃ শাখাওয়াত হোসেন) ০১৭১৭-৮৮৬৬৬৪, ২.দৌলতখান (মোঃ তৈয়ব হোসেন) ০১৭১৯-৫৭০৪৩০, ৩.বোরহানউদ্দিন (মোঃ শরীফ হোসেন) ০১৭১১-৯৮৭১৫৭, ৪.তজুমুদ্দিন (মোঃ ওয়ালিউল্লাহ জুয়েল) ০১৭১৫-৪৮৯৮৩৬, ৫.লালমোহন (মোঃ আবু জাফর) ০১৭২০৯৮৭৭১৩, ৬.চরফ্যাসন (মোঃ আব্দুল মান্নান) ০১৭২৮-৪৪৪১৯৪, ৭.মনপুরা (মোঃ মাকসুদুর রহমান) ০১৭১৪-৮৩১২১৬