• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
ভোলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে দৌলতখান উপজেলার পাতার খাল মাছঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাতার খালসংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে থানা–পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।