• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় পুকুরে ডুবে শিশু ও সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
ভোলায় পুকুরে ডুবে শিশু ও সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় পুকুরে ডুবে মো. নাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার আলী নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাহিদ ওই ইউনিয়নের মো. জাহাঙ্গীর সর্দারের ছেলে।

নাহিদের চাচা মো. আলমগীর সর্দার জানান, নাহিদের বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। তার মা চার সন্তান নিয়ে বাড়িতে থাকেন। নাহিদ সবার ছোট। ভাই-বোনরা স্কুলে চলে গেলে নাহিদ তার মায়ের সঙ্গে বসতঘরে ছিলে। দুপুরে কোনো এক ফাঁকে নাহিদ ঘরের পাশের পুকুরে পরে যায়। র্দীঘক্ষণ পর মরদেহ পুকুরের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে
ভোলায় সা‌পের কাম‌ড়ে মো. ইউনুস ব‌্যাপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) রাতে মনপুরা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউনুস ব‌্যাপারী ভোলার মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ডের ভূঁইয়ার হাট গ্রা‌মের বা‌সিন্দা।

স্থানীয়রা জানান, রোববার রা‌তে মনপুরায় বসতঘর থে‌কে বের হওয়ার সময় জুতা পর‌তে গে‌লে ইউনুস ব‌্যাপারীকে এক‌টি বিষধর সাপ কামড় দেয়। ওই সময় তার ছে‌লে‌কে ডাক‌লে ছে‌লে এসে সাপ‌টি দেখ‌তে পান। এরপর সাপ‌টি‌কে মে‌রে সাপসহ ইউনুস ব‌্যাপারী‌কে নিয়ে রাত প্রায় ১০টার দি‌কে মনপুরা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে হাজির হন তার স্বজনরা। প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে চি‌কিৎসা‌ধীন অবস্থায় মারা যান ইউনুস ব‌্যাপারী।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আহসান কবীর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।