• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ২০:৪৮ অপরাহ্ণ
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে মো. হুমায়ুন কবীর (৫০) না‌মে এক আরোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকা‌লে জেলার ভেদু‌রিয়া সড়‌কের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মো. হুমায়ুন কবীর জেলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রা‌মের কা‌জি বা‌ড়ির ইউনুছের ছে‌লে। আহত দুজনও একই উপ‌জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

নিহতের ভাই মো. জাকির কা‌জি জানান, সকা‌লের দি‌কে হুমায়ুন কবীরসহ আরও দুজন ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ঘা‌টের উদ্দে‌শ্যে মোটরসাইকেল নিয়ে রওনা ক‌রেন।

হুমায়ুন মা‌ঝে ব‌সে ছি‌লেন। তারা ভেদু‌রিয়া থে‌কে ব‌রিশাল যাওয়ার কথা ছি‌ল। প‌থে ভোলা সদ‌রের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে একটি কুকুর চলে আসে।

এসময় মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশে প‌ড়ে যায়। এতে মোটরসাইকে‌লে থাকা তিনজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক হুমায়ুন কবীর‌কে মৃত ঘোষণা ক‌রেন। আহত দুজন হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।