• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় জেলেদের হামালায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১৯:২৩ অপরাহ্ণ
ভোলায় জেলেদের হামালায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার সদরে নিষিদ্ধ জালের অভিযানে গিয়ে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভোলা সদর উপজলোর মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী মো. তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও ট্রলার মাঝি মো. জামাল।

আহতরা জানায়, সকালে খবর পেয়ে সদর উপজেলার মৎস্য কর্মকর্তার এসএম মাহামুদুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি টিম সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ জাল জব্দের জন্য যায়। এ সময় স্থানীয় মো. শাহিনের নেতৃত্বে ৫০ জনের একটি দল অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

ভোলা মডেল থানার ওসি আবু সাহদাৎ হাসনাইন পারভেজ জানান, অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।