• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় গ্রেফতারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ১৭:১৬ অপরাহ্ণ
ভোলায় গ্রেফতারের একদিন পর কারাগারে কয়েদির মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় কারাগারের মো. শফিউল আলম শফি নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে ওই কয়েদির মৃত্যু নিশ্চিত করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান মাহমুদ জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হয়েছি হাসপাতালের আসার আগেই কয়েদির মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে ভোলার গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে ডিবি সদস্যরা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফি ও বদিউল আলম বদিশাকে তিন কেজি গাঁজাসহ আটক করেন।

পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলার আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। এরপর সন্ধ্যার দিকে ভোলার কারাগারে নেওয়া হয় তাদের।