• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় গ্যাস বহনকারী ৫ কাভার্ডভ্যান আটকে দিলো জনতা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১৯:৫৪ অপরাহ্ণ
ভোলায় গ্যাস বহনকারী ৫ কাভার্ডভ্যান আটকে দিলো জনতা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় ৫ দফা দাবিতে ইন্ট্রাকো কোম্পানির গ্যাস বহনকারী পাঁচটি কাভার্ডভ্যান আটকে দিয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় একটি ও শনিবার (১৯ এপ্রিল) বিকেল পর্যন্ত পাঁচটি গ্যাস বহনকারী ইন্ট্রাকোর কাভার্ডভ্যান তারা বাসস্ট্যান্ড এলাকায় আটকে দেন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলনকারী মো. রাহিম ইসলাম ও তানভির জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তারা গ্যাস সংযোগ, শিল্পকারখানা, সরকারি মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল ব্রিজসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেন।

ওই মানববন্ধনে তারা ঘোষণা দেন এতদিন শান্তিপ্রিয়ভাবে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করলেও লাভ হয়নি। তাই এখন থেকে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোনো গ্যাস বাইরে যেতে দেবেন না।

তারা আরও জানান, তাদের দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও রোববার সমাবেশ হবে।