• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় খেলা দেখানোর সময় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ১৯:২১ অপরাহ্ণ
ভোলায় খেলা দেখানোর সময় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় খেলা দেখা‌নোর সময় সা‌পের কাম‌ড়ে মো. শা‌কিল (২৫) না‌মের এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (৬ জুলাই) ভোর ৪টার দি‌কে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে জেলার মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের তালত‌লি মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। শা‌কিল ওই গ্রা‌মের খোকন মা‌ঝির ছে‌লে।

নিহ‌তের চাচা ফি‌রোজ মা‌ঝি জানান, প্রায় ১৫ দিন আগে শা‌কিল তা‌দের বা‌ড়ি থে‌কে প্রায় এক কি‌লো‌মিটার দূ‌রে এক‌টি বা‌ড়ির সাম‌নে থেকে সাপ‌টি ধ‌রে আনেন। এরপর থেকে তিনি সাপটি পালন করে আসছিলেন। শ‌নিবার (৫ জুলাই) তালত‌লি মেঘনা নদীর তী‌রবর্তী এলাকায় সাপ‌টি নি‌য়ে খেলা দেখাচ্ছিলেন। এসময় হঠাৎ তার বাম পা‌য়ে কামড় দেয় সাপটি।

প‌রে স্থানীয়রা ওঝার কাছে নিয়ে বিষ ছাড়ানোর চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে রাত ৯টার দি‌কে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে তাকে ভ‌র্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসা‌ধীন অবস্থায় রোববার ভোর ৪টার দি‌কে মারা যান শাকিল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান কবীর ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।