• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় খামারে বিষ প্রয়োগে মাছ নিধন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
ভোলায় খামারে বিষ প্রয়োগে মাছ নিধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার তজুমদ্দিন উপজেলার পূর্ব শত্রুতার জেরে রূপসা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখে যায়, মৎস্য চাষি মো. মুসলিম গত বছর তার বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে একটি মৎস্য খামারে ঘের খনন করেন। দীর্ঘদিন ধরে ওই খামারে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষতি করতে না পেরে গেল রাতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তারা। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে।

মৎস্য চাষি মো. মুসলিম বলেন, গত বছর ধারদেনা করে একটি মাছের খামার খনন করি। সে খামারে মাছ চাষ করে কোনো রকম সংসার চালাচ্ছি। খামার করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে আমার ক্ষতি করে আসছে। মঙ্গলবার ভোররাতে তারা আমার খামারে বিষ দিয়েছে। এতে আমার খামারে থাকা প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে আমি নিজেও জানি না।

প্রতিবেশী মো. ফরহাদ বলেন, মুসলিম ভাই মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আঁধারে তার খামারে বিষ প্রয়োগ করেছে। তার খামারে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।