• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ২১:১১ অপরাহ্ণ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ভোলায় কোস্টগার্ডের অভিযানে একটি পিস্তল ও ছয়টি দেশীয় অস্ত্রসহ একটি ডাকাতদলের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদরের ইলিশা ইউনিয়নের চর রাসেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ডাকাত সর্দার মো. মোফাজ্জল (৫৫) এবং তার সহযোগী আব্দুল বাতেন (৬৫)। তারা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন মধুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা।

ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাসেল বাহিনীর দুই সক্রিয় ডাকাতকে একটি পিস্তল, ছয়টি দেশীয় অস্ত্র ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। তারা বেশ কিছুদিন ধরে ইলিশা এলাকায় মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো. মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। পরে জব্দ করা অস্ত্রসহ আটকৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।