• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ১৮:১১ অপরাহ্ণ
ভোলায় কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ভোলায় জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষক দলের বর্ধিত সভা উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে জড়ো হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। এদিকে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। আর সভার সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু।

এতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল আমিন তালুকদার, কৃষিবিদ সিরাজুন নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।