• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোটারদের টাকা বিতরনের অভিযোগে দুই জনের কারাদন্ড

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৪, ১৭:৪৯ অপরাহ্ণ
ভোটারদের টাকা বিতরনের অভিযোগে দুই জনের কারাদন্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর ১টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে বৃহস্পতিবার দুপুরে আচরন বিধি লঙ্ঘন করে ভোটারদের অবৈধ ভাবে টাকা বিতরন কালে ৪০ হাজার টাকাসহ দুইজনকে আটকের পর কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনিুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অটোরিকসা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার ছোট ভাই রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদার আমতলী পৌরসভার এমইউস্কুল সড়কের একটি বাসায় বসে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরন করছিলেন।

এখবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক ওই বাসায় অভিযান পরিচালনা করে এর সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে ৪০ হাজার টাকাসহ রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদারকে আটক করেন।

পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম বিথুকে ১ মাসের এবং রিয়াজ হাওলাদারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান তারেক বলেন, নির্বাচনে আচরন বিধি লঙ্গনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।