• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা, নলছিটি বিএনপির সভাপতি গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ২২:৪৯ অপরাহ্ণ
ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা, নলছিটি বিএনপির সভাপতি গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ভোটের দিন কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের কলেজ রোড এলাকার বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় র্যাব ৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব ৮ এর অধিনায়ক যোবায়ের আলম শোভন।

তিনি বলেন, আনিসুর রহমান নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পনা করছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন বিরোধী প্রচারণা করছিল। এছাড়া নলছিটির বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগ করে ভোটে বিঘ্নতা সৃষ্টি করতে চেয়েছিল।

আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে আটক করি এবং অভিযোগের প্রমাণ পাই। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।