লালমোহন প্রতিনিধি :
লালমোহনে ভুয়া কাগজ বানিয়ে বিয়ের নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের চরকালাচর গ্রামের দুদু মুন্সী বাড়ির মৃত আমির হোসেনের মেয়ে স্বপ্না আক্তার দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থাকেন।
একই ইউনিয়নের কুমার খালি গ্রামের কামাল হোসেনের ছেলে রুবেল চট্টগ্রাম শ্রমিক হিসেবে কাজ করতে যায়। উক্ত রুবেলের সঙ্গে শুভ বিবাহ হয়েছে দাবি করে রুবেলকে স্বামী স্বীকারে উক্ত স্বপ্না আক্তার বিগত ১০/০২/২০১৯ইং তারিখে ৫ লক্ষ টাকা দেন মোহরানা ধার্যে ১ লক্ষ টাকা উসুল ধার্যে একখানা ভুয়া ও জাল ফেরবী হলফনামা সৃষ্টি করে রুবেলের অগোচরে তার বাড়িতে এবং ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন কার্যালয়ে প্রদর্শন করে। স্বামী দাবি করে রুবেলকে বিভিন্নভাবে প্রতারণা, হয়রানি ও ব্লাকমেইলিং করার পায়তারা দিতে থাকে।
এক পর্যায়ে রুবেল বিয়ের এ ভুয়া ও জাল ফেরবী দলিল সংগ্রহ করে এবং উক্ত হলফনামা অস্বীকার ও বাতিল বলে ঘোষণা করে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট / নোটারী পাবলিকের কার্যালয়, চট্টগ্রামে হলফনামা দেয়।
তাতে রুবেল জানায়, সে স্বপ্না আক্তারকে চিনে না এবং তার সঙ্গে কখনো সম্পর্ক হয়নি। কোন বিয়ে হয়নি। স্বপ্না আক্তার দুষ্ট চক্রের মাধ্যমে অবৈধ লাভের উদ্দেশ্যে বিবাহের ফেরবী হলফনামা সৃষ্টি করেছে। রুবেল আরো জানায়, বিবাহের যৌথ হলফনামায় উল্লেখিত স্বাক্ষর তার নয়। স্বপ্না আক্তার নামের এ মহিলা আমাকে ও আমার পরিবার পরিজন নানাভাবে হয়রানি করতেছে। আমি একজন দিনমজুর।
এ প্রতারক চক্র থেকে বাঁচতে চাই। এসময় রুবেল ন্যায় বিচার দাবি করে কান্নায় ভেঙ্গে পড়ে। স্থানীয়রা জানান, পাঁচ লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করার মত সামর্থ্য রুবেলের নেই। তারা খুব গরীব। বিয়ের এ কাগজটি কাবিননামা নয়। ছেলেটির চেয়ে মহিলার বয়স অনেক বেশি। তারা বিয়ের এ ঘটনাকে মিথ্যা ও প্রতারণা বলে দাবি করেন।