বোরহানউদ্দিন প্রতিনিধি॥ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতনতা সৃষ্টির লক্ষে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ম্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে বোরহানউদ্দিন ভূমি অফিসের আয়োজনে দিনটি গুরুত্ব সহকারে পালন করা হয়। উপজেলা ভূমি অফিসে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে ভূমি সপ্তাহ’র শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রায়হান উজ্জামান।
নির্বাহি অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়ে ভূমি মালিকদের কে কোন রকম হয়রানী ছাড়া দ্রæত সেবা দিতে স্মার্ট ভূমি সেবা চালু করেছে সরকার। ই-নামজারি থেকে শুরু করে সকল কিছু অনলাইনেই সেবা পাওয়া যায়।
ঘরে বসে মোবাইলের মাধ্যমেও এ সেবা নেয়া যায়। এসকল তথ্য গুলো ভূমি মালিকদের মাঝে ছড়িয়ে দিয়ে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা মো. শহিদ তালুকাদার, মো. সুজাউদ্দৌলা সিকদার, অফিস সহকারী মো. সোহাগ, মো. মামুন, মো. মেহেদি, সার্ভেয়ার ফিরোজ আলম প্রমূখ সহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি মালিক গণ।
উল্লেখ্য, ৮ জুন থেকে শুরু হয়ে এ ভূমিসেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত। সেবা সপ্তাহ চলাকালীন সেবা নিতে আসা ভূমি মালিকরা হয়রানী, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যে কোন সেবা গ্রহন করতে পারবেন।