• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভূত তাড়াতে’ ঢাবিতে অভিনব মিছিল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১৮:০৭ অপরাহ্ণ
ভূত তাড়াতে’ ঢাবিতে অভিনব মিছিল

অনলাইন ডেস্ক ॥ ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতাকে ভর্তি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণ চেয়ে ১৫ সেপ্টেম্বর, রবিবার মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাবি থেকে দুর্নীতির ‘ভূত তাড়াতে’ অভিনব পন্থায় বিক্ষোভ প্রদর্শন করে।

শিক্ষার্থীরা ধুপ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে উপাচার্যের বাসভবন ও বিজনেস ফ্যাকাল্টিসহ পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করে।

এ সময় তারা ‘ভূত তাড়াবো, ভূত তাড়াবো, ঢাবি ভিসির ভূত তাড়াবো, ডিনের ভূত তাড়াবো, জিনাত হুদার ভূত তাড়াবো’ নামে স্লোগান দেয়। প্রায় প্রত্যেক শিক্ষার্থীর হাতেই ভূত তাড়ানোর নানা স্লোগান ও প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। এগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করা, ডাকসু’র খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ করা।

মিছিলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, রোকেয়া হলের শিক্ষার্থী দীপ্তি, ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, চয়ন বড়ুয়া সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।