• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিভো Y33s কিনে জিতে নিন লক্ষ লক্ষ টাকা পুরস্কার

abirdj
প্রকাশিত মার্চ ৩০, ২০২২, ২২:০৮ অপরাহ্ণ
ভিভো Y33s কিনে জিতে নিন লক্ষ লক্ষ টাকা পুরস্কার

স্মাট ফোন কোম্পানি ভিভো নিয়ে এলো নতুন চমক Y33s সর্বাধুনিক মোবাইল ফোন। মাত্র ২০৯৯০ টাকার ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 8/128gb রোম। যা ১ এপ্রিলের মধ্যে প্রি-বুক করে জিতে নেয়া যাবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার।

গত ২৭ শে মার্চ বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত Y33s মোবিলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সম্মানিত সকল ভিভো ডিলার, মোবাইল ব্যবসায়ীগন এবং ভিভো এরিয়া ডিরেক্টর মিস্টার হাং ও ডিজিএম রুহুল আমিন সহ ভিভো বরিশালের সকল কর্মকর্তাগণ।