• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই: হেলাল

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১৭:১৩ অপরাহ্ণ
ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই: হেলাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভারসাম্যপূর্ণ স্থিতিশীল সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব জনগণের মতামতের প্রতিফলন হবে। আগামীতে যাতে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জুলাই ঘোষণার আইনি ভিত্তি স্থাপন জরুরি। অবিলম্বে এটা দিতে হবে। জমায়েত ইসলামি ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন কায়েমই হবে মূল লক্ষ্য। দেশের মানুষ দায়িত্ব দিলে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করব।’

মানুষ কেন জামায়াতকে ভোট দেবে সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে হেলাল বলেন, ‘এই উপমহাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে জনগণ। কেননা জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক।

ভিপি নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘দেশে সাংবাদিকবান্ধব আইন আজও হয়নি। যে কারণে অনেক সাংবাদিক সত্য লিখে আজ ভুক্তভোগী হয়েছেন।

স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে হেলাল বলেন, বরিশালে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরি। একমাত্র মেডিকেল কলেজটি ভঙ্গুর দশায় রয়েছে। নগরীতে এখনও অনেকে রাস্তাঘাট, স্বাস্থ্য ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন। মানুষের এসব দুর্ভোগ দেখলে সহ্য করা কঠিন।’

মাওয়া থেকে বরিশাল রাস্তাটি খুব দ্রুত অন্তত চার লেনে উন্নীত করার কথা জানিয়ে তিনি বলেন, পদ্মাসেতু নির্মাতাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি সেখানের লুটপাটকারীদের বিচারের দাবি করছি এবং বিচার করতে হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মওলানা আবদুল জব্বার, মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, বরিশাল-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাস্টার আ. মান্নান, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সেক্রেটারি মওলানা মতিউর রহমান।

প্রেসক্লাবের সহকারী সম্পাদক এম মোফাজ্জেল ও সদস্য শাহে আলমের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।