• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ২৩:৫৪ অপরাহ্ণ
ভারতে বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

বিডি ক্রাইম ডেস্ক,বরিশাল
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করা হয়। মিছিলটি ভোলা-বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে জমায়েত হয়ে সমাবেশ শেষ করে।ীএসময়, বিক্ষোভকারী ছাত্ররা বলেন,ভারতের আগড়তলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। এটা ছাড়াও বিগত দিনে এরকম আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যা একটি স্বাধীন রাষ্ট্রের দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়।

ববি ছাত্রদল নেতা রাফি বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি এক গভীর ক্ষোভ নিয়ে প্রতিবাদের চেতনায়। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা,সার্বভৌমত্ব এবং সম্মান সবসময়ের জন্য অগ্রগণ্য। কিন্তু আজ আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে,ভারতের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমাদের দেশকে অবমাননা করার চেষ্টা করছে এখন আমরা চুপ থাকতে পারি না।

ভারতীয় আগ্রাসন এবং তাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আজ আমরা এই ক্যাম্পাসের মূল ফটক প্রাঙ্গণ থেকে বার্তা পাঠাতে চাই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের সম্মান, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা কখনো বরদাশত করা হবে না।